আলোকিত নারায়নগঞ্জ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লাথানাধীন আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় নারায়নগঞ্জের কাঁচপুর সাজেদা হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফতুল্লার কাঠেরপুল এলাকার বরাত ডাইং এবং মালিহা নিট ফ্যাশনের কর্নধার। সে কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র।
গিয়াসউদ্দিনের স্বজনরা গতকাল সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। তার অবস্থা হওয়ায় তাকে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে বৃহস্পতিবার তাকে মুগদা হাসপতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউ খালী না থাকায় তাকে পাঠিয়ে দেয়া হয় কাঁচপুরের সাজেদা হাসপতালে। সাজেদা হাসপতালে নেয়ার পর তার অবস্থা আরও আশংকাজন হয়ে পড়ে।
এসময় সাজেদা হাসপাতাালের কর্তব্যরত চিকিৎসকগন তাদের সাধ্যমত চেষ্টা করেও তাকে বাাঁচাতে পারেননি, অবশেষে রাত ৯টার দিকে আলহাজ্ব গিয়াসউদ্দিন মারা যান।