আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসে আক্রান্তদের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন প্রায় সবাই। রোগটি নিয়ে সবাই এতটাই আতঙ্কিত যে রাস্তায় কেউ অসুস্থ পড়ে থাকলেও ভয়ে কোনো মানুষ তার কাছে যাচ্ছেন না।
করোনা আক্রান্তদের সঙ্গে প্রতিবেশীরাও খারাপ ব্যবহার করছেন। সাধারণ মানুষ, জনপ্রতিনিধি বা তাদের পরিবারের কোনো সদস্য, যেই মহামারী করোনায় আক্রান্ত হচ্ছে সাথে সাথেই দুরে সরে যাচ্ছে সেই পরিবারটির আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা। এমনই ঘটনা ঘটেছে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে যাওয়া এক করোনা যোদ্ধার পরিবারের সাথে। বলা হচ্ছে এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ কামরুল হাসান মেম্বারের কথা।
করোনা পরিস্থিতির শুরু থেকেই কামরুল মেম্বার সাধারণ মানুষকে সচেতন করতে এবং অসহায়দের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। ফলাফল যা হবার হয়েছে তাই, করোনায় আক্রান্ত হয়েছেন পরিবারের ৬ জন। তবে ভাগ্যক্রমে আক্রান্ত হননি কামরুল মেম্বার নিজে। এখন নিজে একা দেখভাল করছেন করোনায় আক্রান্ত নিজ পরিবারের ৬ সদস্যকে। একা ৬ জনের যত্ন নিতে এবং দেখভাল করতে হিমশিম খাচ্ছেন।
এমনি সময় খোঁজ নিতে কামরুল মেম্বারের বাড়ি ছুটে যান আরেক জনপ্রতিনিধি, জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী। তাকে দেখে মনে অনেকটা সাহস চলে আসে কামরুল মেম্বারের। মোস্তফা চৌধুরীর সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন কামরুল মেম্বার। এও বলেন, একা মানুষ পরিবারের ৬ জন রোগীর সেবা করতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন।
তাই করোনায় আক্রান্ত পরিবারগুলোর পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন মোস্তফা হোসেন চৌধুরী। তিনি বলেন, করোনায় সকলের প্রতি মানবিক আচরণের মাধ্যমে সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো প্রতিবেশীর করোনা উপসর্গ দেখা দিলে বা করোনায় আক্রান্ত হলে তাদের সাহায্যার্থে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, পরিবার সুস্থ থাকা অবস্থায় কামরুল মেম্বার হাজার হাজার মানুষের সেবা করেছে, অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছে। তাই বিপদে তাদের পাশে দাড়াতে হবে। শুধু কামরুল ভাই ই নয়, যারাই করোনায় আক্রান্ত হবে আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাড়াতে হবে। বিশেষ করে প্রতিবেশীদেরকে সবার আগে সহযোগীতার হাত বাড়াতে হবে।
তিনি বলেন, এখন প্রতিবেশীরা এগিয়ে আসতে চায় না, অথচ বিপদের এ দিনে প্রতিবেশীরাই সবচেয়ে কাছের স্বজন বলে এতদিন পরিচিত ছিল কথাটি। তবে করোনা সেই সহানুভূতির কথাটাও কেড়ে নিয়েছে।
তবে সবার মনে রাখা উচিত, এ পরিস্থিতিতে কাল আপনিও পড়তে পারেন। তাই নিজের নিরাপত্তা বজায় রেখে যতটা সম্ভব এ সময় আক্রান্ত প্রতিবেশীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।