আলোকিত নারায়নগঞ্জঃ
অনেক অপেক্ষার পর আগামীকাল ৩১মে ২০২০ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে গত এপ্রিল মাসেই এসএসসির ফলাফল প্রকাশ করার কথা ছিল কিন্ত করোনার কারনে তা সম্ভব হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডের অধীনে ২০ লক্ষ ২৮ হাজার ৮৮৪ শিক্ষার্থী অংশগ্রহন করেছে।
করোনাভাইরাসের কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমত অবস্থায় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল সংগ্রহ করা সম্ভব নয়। তবে প্রাক –নিবন্ধন, এসএমএস ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন। শুক্রবার দুপুর পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী ফলাফল মোবাইলে পাওয়ার জন্য প্রাক-নিবন্ধন করেছে। শনিবার দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা প্রাক-নিবন্ধন করতে পারবেন। শিক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল প্রকাশের পরপরই তার নম্বরে স্বয়ংক্রীয়ভাবে ফলাফল চলে যাবে।

সবসময় দুপুর ২টার পর থেকে ফলাফল জানা গেলেও এবার দুপুরের আগেই ফলাফল পেয়ে যাবে শিক্ষার্থীরা। এবার দুপুর ২টা নয় দুপুর ১২ টার পর থেকেই ফলাফল জানা যাবে তবে শিক্ষাবোর্ড থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশের পরদিন অর্থাৎ সোমাবার ফলাফল পাঠানো হবে।
শিক্ষা মন্ত্রালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১মে রবিবার সকাল ১০টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ২০২০ এর ফলাফল ঘোষনা করবেন। ঐ দিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফল বিস্তারিতভাবে তুলে ধরবেন।
করোনার মধ্যে স্বাস্থ্যঝুকি বিবেচনা করে গনমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনে আসার জন্য অনুরোধ করা হয়েছে। সাংবাদিকদের সুবিধার্থে তাদের ই-মেইলে বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।