আলোকিত নারায়ণগঞ্জঃ
করনো ভাইরাসের প্রকোপ নারায়নগঞ্জ সহ পুরো দেশে বেড়েই চলেছে। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক জনপ্রতিনিধি সালাউদ্দিন আহমেদ। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান।
সালাউদ্দিন মেম্বার ঈদের দিন থেকেই শরীরে জ্বর অনুভব করছিলেন। গত ২৮ মে বৃহস্পতিবার সকালে তিনি করোনা হাসপাতালে পরীক্ষা করান। পরের দিন শুক্রবার ২৯ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এ মেম্বার দেশের করোনা পরিস্থিতির শুরু থেকেই নিজ এলাকার জনগনের পাশে ছিলেন। এলাকার বিভিন্ন মানুষের মাঝে সরকারি ত্রান সহ নিজ উদ্যোগেও মানুষের মাঝে উপহার সামগ্রী পৌছে দেন। বিগত দুই মাস ধরে তিনি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। মাঠ পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, মিশেছেন অনেকের সাথে। তারপরও কখনো দায়িত্ব থেকে পিছপা হননি। ফলাফ যা হবার হয়েছেও তাই। তিনি বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুদ্ধ করছেন অদৃশ্য এ শক্তির সাথে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মেম্বার সালাউদ্দিন আহমেদ আলোকিত নারায়ণগঞ্জকে জানান “ঈদের দিন থেকেই শরীরে কিছুটা জ্বর অনুভব করায় পরিবারের অনুরোধে বৃহস্পতিবার করোনা হাসপাতালে (খানপুর হাসপাতাল) গিয়ে টেষ্ট করাই। শুক্রবার রিপোর্ট হাতে পেয়ে জানতর পারি রেজাল্ট পজিটিভ।
তিনি জানান, বর্তমানে আমি বাসায়ই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমি আলোকিত নারায়নগঞ্জের মাধ্যমে জনগনের কাছে আমার এবং পরিবারের সকলের জন্য দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগনের সেবায় নিয়োজিত থাকতে পারি।”
(শিহাব আহমেদ)