আলোকিত নারায়ণগঞ্জঃ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রায় এক হাজার দু:স্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাদ্যের বিতরণ করেছে ।
আজ শনিবার (৩০ মে) বাদ জোহর দেওভোগ এলাকায় এ খাদ্য বিতরণ করা হয়।
যুবদল নেতা মন্টির উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণের এ কর্মসুচীতে মুঠোফোনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
আজাদ বলেন, আজ বিএনপির প্রতিষ্ঠাতার জন্মদিনে আপনারা যারা এ মহতি আয়োজন করেছেন আপনাদের ধন্যবাদ। বিশেষ মোয়াজ্জেম হোসেন মন্টি কে ধন্যবাদ। তিনি উপস্থিত সবার কাছে জিয়া পরিবারের জন্য দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাগর প্রধান, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা আব্দুল কাইয়ুম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি রাফিউদ্দিন আহমেদ রিয়াদ, মহানগর শ্রমিকদলের সম্পাদক মনির মল্লিক, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিম সরদার, শ্রমিকদল নেতা মোতালেব, সুজন, আনিসুর রহমান টিটু, আমজাদ হোসেন প্রমুখ।