আলোকিত নারায়ণগঞ্জঃ
বিশ্বজুড়ে মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৭৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ২৮ জন মারা গেছে। ইতিমধ্যে সরকার ভাইরাস বিস্তাররোধে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে এক প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সামাজিক দুরত্ব না মেনেই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী।
শনিবার ৩০ মে দিনভর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সামাজিক দূরত্ব না মানার এ ধরনের চিত্র চোখে পড়ে। দিনটি বিএনপির নেতাকর্মীদের জন্য একটি শোকের দিন। শোকের দিন হওয়ায় নেতাকর্মীরা জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্থানে দোয়া ও রান্না করা খাবার বিতরণের আয়োজন করে।
তবে দোয়া ও রান্না করা খাবার বিতরণে মানা হয়নি কোন সামাজিক দূরত্ব। সরকার যেখানে সামাজিক দূরত্ব মানার জন্য সর্বসাধারণকে কঠোর নির্দেশনা দিয়েছে সেখানে কোন প্রকার নিয়মনীতি না মেনে ছবি তােলার জন্য বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীরা হুমড়ি খেয়ে পড়েন।
ত্রাণ বিতরণের এই ছবিগুলাে সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই এর ব্যাপক সমালােচনা করেন। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ২৬৮৪ জন ব্যক্তি করােনায় আক্রান্ত হয়েছেন মারা গেছেন এবং ৭৭ জন মারা গেছেন।
এরমধ্য কোন ধরণের উপসর্গ ছাড়াই সামাজিক সংস্পর্শের কারণে করােনায় আক্রান্ত হয়েছেন অনেকেই। বিএনপি নেতাকর্মীদের সামাজিক দূরত্ব না মানায় ও তাদের অসচেতনতার কারণে করােনায় আক্রান্ত হওয়ার বেশ আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই।