আলোকিত নারায়নগঞ্জঃ
করোনার প্রকোপ আমাদের দেশে বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। আজও ৪০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। করোনার প্রথম থেকেই ডক্তার,নার্স,সাংবাদিক,প্রশাসন, ব্যাংকার নিজের জীবন ঝুকিতে রেখে কাজ করে যাচ্ছেন। লকডাউনের সময় তারা বাসায় নিজেদের নিরাপদে না রেখে মানুষের সেবায় বেড়িয়ে পরেছেন। লকডাউনের মধ্যে কাজ করতে গিয়ে তাদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন আবার কেউ কেউ মারা গেছেন। সেই ধারাবাহিকতায় এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ না ফেরার দেশে পাড়ি দিলেন টিভি ব্যক্তিত্ব ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৩১ মে) দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন “গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।“
মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। তার ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।