আলোকিত নারায়ণগঞ্জঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আড়াইহাজারের মাটি ও মানুষের নেতা নজরুল ইসলাম আজাদ সহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে জাকির হোসেন সেন্টু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচী পালন শেষে বাড়ি ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাইয়ের উপর হামলা ই প্রমান করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে । আমি এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানান তিনি।
জানা যায়, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে তিন দিনের কর্মসূচি দেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ। সোমবার বিকেলে দ্বিতীয় দিনের কর্মসূচি অনুযায়ী বিকেলে আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ। কর্মসূচি শেষে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত নামা অর্ধশত লোকজন বিএনপি নেতা আজাদের উপর অর্তকিত হামলা চালায়। এসময়ে আজাদসহ আড়াইহাজার যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকারী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, ছাত্রদল নেতা রনি, রানা, রাসেল, ইয়াসিন, আশরাফুল, নাদিমসহ ১৫ জন আহত হয়েছে ।