আলোকিত নারায়ণগঞ্জঃ
দীর্ঘ দুই মাস লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে পড়েছিল মানুষ। মানুষের মাঝে দেখা দিয়েছিল চরম আবেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা, যা এখনো চলমান। তবে লকডাউন শিথিল করায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সরকারী বিধি নিষেধ মেনে বিনোদনের মাধ্যমে দেহ ও মনের শান্তি খুঁজে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় করোনার এ কঠিন সময়ে প্রাণ ভরে শ্বাস নিতে এবং করোনা
বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও পর্যবেক্ষণ মূল্যায়নে
প্রাকৃতিক পরিবেশে কবিয়ালের ৫০তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫জুন) বিকেলে মুন্সীগঞ্জের
মোহনায় শীতলক্ষ্যা নদীর তীরের একটেক নামক স্থানে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল’র নেতৃত্বে মনোরম পরিবেশে কবিদের বৃহৎ এ সংগঠনের ৫০ তম সভাটি অনুষ্ঠিত হয়।
এর পূর্বে নারায়ণগঞ্জের ১নং খেয়া ঘাট হতে নৌ যানে করে নৌযাত্রা শুরু এবং কবিতা আবৃত্তির মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন তারা। এসময় উপস্থিত সবাই উৎফুল্ল মনে করোনার বিষন্নতা দুর করতে প্রাণ খুলে কবিতা আবৃত্তি ও আলোচনা করেন।
কবিয়াল ফাউন্ডেশন এর ৫০ তম সাহিত্য সভায় কবিয়ালের সভাপতি বাপ্পি সাহার শারিরীক সুস্থতা, প্রয়াত কবি বাতেন বাহার ও কণ্ঠশিল্পী হিরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা ও সরকারি দিকনির্দেশনা, স্বাস্থবিধী মেনে কবিয়ালের পরবর্তী কার্যক্রম, উন্মুক্ত কবিতাপাঠসহ দোয়া কামনা হয়।
কবি ইয়াদী মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও সংগঠনের সহ-সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দ্বীপক ভৌমিক, সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, শাহাদাৎ হোসেন ভূইয়া, সদস্য হাবিবুর রহমান, গিয়াসউদ্দিন খন্দকার, আবুল কালাম আজাদ, ছালমা ডলি, সোহেল, কাজল আক্তার, জুয়েল রানা, ইকবাল হোসেন রোমেছ, পারভিন, রিয়া খান, হাফেজা আক্তার সাথিসহ প্রমুখ।
কবিয়াল এ নৌ যাত্রা আয়োজন মৌসুমি ফলসাথে নিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। কবিয়ালের এরকম আয়োজনে সবাই আনন্দিত হয়ে সাধুবাদ জানায়।