আলোকিত নারায়ণগঞ্জ, বিনোদন ডেস্কঃ
করোনার কারনে পুরো অ্যামেরিকা প্রায় দিশেহারা। এই করোনার মধ্যেই পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ওই হত্যাকাণ্ডকে ‘বর্ণবাদী সহিংসতারই ধারাবাহিকতা’ আখ্যা দিয়েছেন অনেকে৷ সবার সাথে একাত্মতা ঘোষণা করেছেন পৃথিবীর শোবিজ অঙ্গনের তারকারাও। বলিউডের যেসব তারকারা এই হত্যাকাণ্ড ও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের দিকে ইঙ্গিত করে অভিনেতা অভয় দেওল বলেছেন, তারকারা কি এখন ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে কাজ করা বন্ধ করবেন?
নিজের ইনস্টাগ্রামে ‘সামগ্রিক বিশ্লেষণ’ শিরোনামে এক পোস্টে এ কথা বলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ খ্যাত অভিনেতা।
বলিউডের এই অভিনেতা তার পোস্টে সবার উদ্দেশে বলেন, আপনি কি মনে করেন, ভারতীয় সেলিব্রিটিরা এখন ফেয়ারনেস ক্রিমকে সমর্থন করা বন্ধ করবেন?
তার পোস্টে ভারতে ফেয়ারনেস ক্রিম কয়েক বছর ধরে কী পরিকল্পিতভাবে বিকশিত হয়েছে তার একটি সামগ্রিক বিশ্লেষণ তুলে ধরা হয়।
এর আগে ২০১৭ সালেও ফেসবুকে এমন একটি পোস্ট দেন অভয়। সেখানে ফর্সা হওয়ার ক্রিমকে সমর্থন করার জন্য বলিউডের বেশ কয়েকজন তারকার সমালোচনা করেছিলেন। সেই তালিকায় ছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং সোনম কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এই সপ্তাহের শুরুতে বেশ কয়েকজন বলিউড তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠিত #BlackOutTuesday বিক্ষোভে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর নিন্দা জানিয়ে কালো একটি ছবি শেয়ার করেন।