আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ১০ম ধাপে বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ মতিউর রহমান।
শনিবার (৬ জুন) নাসিক ৬ নং ওয়ার্ডে অসহায় ও দুস্থ সাড়ে ৫’শ পরিবারের মাঝে নিজ হাতে তিনি এ উপহার বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল ও ২ কেজি আলু।
প্যানেল মেয়র মতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কতৃক সরকারি ত্রান এ নিয়ে আমার ১০ ধাপ শেষ হলো। করোনা মোকাবেলায় নিয়মিত আমি আমার ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি। এর পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগেও কিছুদিন আগে ১২’শ মাস্ক বিতরণ করেছি। করোনা মহামারীতে অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা চলমান থাকবে ‘ইনশাআল্লাহ’।