আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র, ডাকাতির অন্যান্য সরঞ্জাম ও একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।
রবিবার ৭ জুন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এবিসি স্কুল সংলগ্ন সড়ক ব্লক করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ওমর ফারুক (২৫), মোঃ সবুজ মিয়া (২০), মোঃ ইমরান(৩১), শিব্বির আহাম্মেদ (২৪), মোঃ ফয়সাল (২০), মোঃ সালাউদ্দিন (৩০)।
গ্রেফতার শেষে তাৎক্ষণিক ব্রিফে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) ইমরান উল্লাহ সরকার জানান, এরা একটি সংঘবদ্ধ ডাকাত দল, দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, বিশেষ করে যখন জেলার অর্থনীতির কার্যক্রম স্বাভাবিক হতে তখন তারা একটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটাতে পারে এমন ইনফরমেশন আমাদের কাছে ছিলো। আমরা তারপর থেকেই বিভিন্নভাবে তাদের উপর নজরদারী বাড়াই।গতকাল আমাদের কাছে একটি ইনফরমেশন ছিলো, যে তারা আজকে একটি বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেটা ব্যাংকে হতে পারে, কোনো আর্থিক প্রতিষ্ঠানে হতে পারে বা ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় কোনো ব্যাক্তির উপরও হামলার ঘটনা ঘটতে পারে। তাই আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নেই, এবং যখনই তাদের গতিবিধি আমাদের নজরে আসে তখনই আমরা এই ডাকাতির প্রস্তুতি নেয়ার কালে তাদের গ্রেফতার করি। আমাদের আভিযানিক দল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো, যে কারণে তারা চেষ্টা করা সত্ত্বেও পালিয়ে যেতে পারে নি। আপনারা ঘটনাস্থলেই দেখেছেন আমাদের আভিযানিক দল দুদিক দিয়ে রোড ব্লক করে তাদের আটকিয়েছে, গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির যে সরঞ্জাম তা উদ্ধার করেছে।
তিনি আরো জানান, যেখানে লকডাউনের পরে মানুষের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক সেই মুহুর্তে তাদের এরকম একটি বিপদজনক অসাধু পরিকল্পনা তাদের ছিলো, এটা আমরা জানতে পেরেই তৎপর হই। এটা আমাদের সৌভাগ্য যে আমরা তাদের অপতৎপরতা রুখে দিতে পেরেছে। আমরা এখন পর্যন্ত প্রাথমিক ভাবে যা জানতে পেরেছে তাদের অধিকাংশ সদস্যই আড়াইহাজার এলাকার অধিবাসী। বিস্তারিত তদন্তে আমরা তাদের বিষয়ে আরো জানতে পারবো। তাছাড়া আমরা আরো চেষ্টা করবো ইতিপূর্বে তারা আর কোন কোন ডাকাতি বা রাহাজানি বা ছিনতাইয়ের মতো কাজে অংশ নিয়েছে এবং সে বিষয়ে আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।