আলোকিত নারায়ণগঞ্জ
সারেগামাপা খ্যাত মাঈনুল আহসান নোবেল বেশকিছুদিন ধরে বেশ ঝামেলায় আছেন। প্রথমেই তার “তামাশা” গানের প্রচারনা করতে গিয়ে দেশের লিজেন্ড শিল্পীদের নিয়ে করেছেন তামাশা। বলেছিলেন তিনি নাকি এবার লিজেন্ডদের গান শেখাবেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে বললেন তার নতুন গান “তামাশার” প্রচারনার জন্য একটু তামাশা করেছেন। এর জন্য তাকে র্যাব অফিস পর্যন্ত হাজিরা দিতে হয়েছিল।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও উপহাস করেছেন নোবেল। যা মোটেও মেনে নিতে পারেনিনি বাংলা গানের শ্রোতারা। এতে করে শুধু বাংলাদেশের দর্শক নয়, ভারতেও রোষানলে পড়েছেন নোবেল। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। ভারতে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
এরপর সামনে আসলো তার বিয়ের ঘটনা। প্রথমে লুকাতে চাইলেও পরে স্বীকার করলেন তিনি গোপনে বিয়ে করেছেন। এরপরই ঘোষনা দিলেন তার নতুন গান “তামাশার” মডেল হচ্ছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল৷
অনেক কিছুর পর আজ প্রকাশ হয়েছে নোবেলের নতুন গান “তামাশা”। নানা কারণে সমালোচিত এ গায়কের তৃতীয় মৌলিক গান ‘তামাশা’। প্রকাশ পেয়েছে আজ(রবিবার) তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমূল হাসান।
ইউটিউবে যে কেউই কনটেন্ট দিয়ে প্রমোশনের জন্য ‘স্পন্সর’ করে ভিউ বাড়াতে পারেন, কিন্তু ‘মন্তব্য’, ‘লাইক’ বা ‘ডিসলাইক’ বাড়ানো অসম্ভব! এ কারণেই দেখা যায় বিতর্কিত কনটেন্টগুলোর ভাগ্যে ‘ডিসলাইক’ পড়ে বেশি, মন্তব্যের ঘরে মেলে ঠাট্টা কিংবা গালমন্দ!
এমনটাই দেখা গেল দেশের কিংবদন্তি শিল্পীদের বিভিন্ন জনপ্রিয় গান এর ‘কাভার’ করে জনপ্রিয়তা পাওয়া আলোচিত সমালোচিত গায়ক নোবেলের ক্ষেত্রে। তবে যে গানের জন্য বাংলাদেশ-ভারতব্যাপী বিতর্কীত হলেন নোবেল, সেই গান প্রকাশের কয়েক ঘন্টা পার না হতেই নজীরবিহীনভাবে ডিসলাইক পড়ছে!
ডিসলাইক ছাড়াও নোবেলের এ গানে হাজারও ‘বাজে’ মন্তব্য দিচ্ছেন দর্শক। সংগীত সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এমন নজির নিকট অতীতের কোনো গানে নেই! মুক্তির ছয় ঘন্টায় গানটির ভিউ হয়েছে ৩ লাখ ২০ হাজার, আর গানটিতে ডিসলাইক পড়েছে ৬০ হাজারের মতো! কমেন্টগুলো ছিল বেশ অশালীন।
ধারণা করা হচ্ছে, ডিসলাইকে ২০১৮ সালে প্রকাশিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে আলোচিত গান ‘পটাকা’র রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে!
কিন্তু কেন নোবেলের গানটি এতো অপছন্দ শ্রোতাদের কাছে ? এর জবাব দিয়েছেন সমালোচনাকারীরাই। ফেসবুকেও সংগীত সংশ্লিষ্ট মানুষেরাই এর সমালোচনায় মুখর হয়েছেন। তাদের অধিকাংশই বলছেন, তামাশা গানটি হিট করার জন্য নোবেল কদিন আগে যে বাজে পলিসি নিয়েছিলেন, তা ছিল একেবারেই ভুল তা প্রমান হলো।