আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রাজনীতিতে চির প্রতিদ্বন্দী দুই প্রভাবশালী রাজনীতিবীদ হচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। কেউ কারো চেয়ে কম নয়, ডাঃ আইভী উন্নয়ন কর্মকান্ডে কিছুটা এগিয়ে থাকলেও শামীম ওসমানের রয়েছে বিশাল জনপ্রিয়তা। দুজনের কেউ কারো চেয়ে কম নয়। রাজনীতি, উন্নয়ন ও জনগনের সেবায় একজন একবার এগিয়ে থাকলে পরেরবারই অপরজন এগিয়ে যায় বলে মনে করে নারায়ণগঞ্জবাসী।
বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাড়ানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন সংসদ সদস্য শামীম ওসমান এমনটাই মনে করেন তারা। তাদের মতে, সাংসদ শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি ও পুত্র অয়ন ওসমান নারায়ণগঞ্জবাসীর খাদ্য চাহিদা পূরণে ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে যে অবদান রেখেছেন তা নারায়ণগঞ্জবাসী স্মরণ রাখবে চিরদিন। শুধু নিজেদের ত্রাণ সামগ্রীতেই শেষ না, প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে সাংসদ শামীম ওসমানও তার অনুসারী শত শত নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন অসহায়দের পাশে দাড়াতে। সেই ধারাবাহিকতায় সাংসদের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ত্রাণ সামগ্রীর উপহার বিতরণ করেছেন, যা এখনো চলমান।
পক্ষান্তরে মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী সরকারী সাহায্য জনগনের হাতে পৌছে দেয়া ছাড়া তেমন কিছুই করতে পারে নি নগরবাসীর জন্য অভিমত বিশ্লেষক মহলের। এছাড়াও সরকারী-বেসরকারীভাবে যে সাহায্য সহযোগী জনগনের জন্য এসেছে তা বন্টনেও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিলো সিটি কর্পোরেশনের উপর। আর স্বাভাবিকভাবেই সিটি কর্পোরেশনের কর্ণধার হিসাবে এর দায়-দায়িত্ব বর্তায় মেয়র ডাঃ আইভীর উপরই। সরকারী ত্রাণ সহযোগীতা নগরভবনের কর্মচারীদের মধ্যে বিতরণের অভিযোগে কয়েকটি সংবাদও প্রকাশিত হয়েছিলো বলে জানায় বিশ্লেষক মহল। এছাড়া সরকারের উচ্চ পর্যায় থেকে জেলায় জেলায় অসহায়দের খুজে বের করে তাদের সহযোগীতা করতে মাঠ পর্যায়ে কমিটি করতে বলা হলেও নাসিক মেয়র আইভী কোনো কমিটি করেছেন এমন খবর নেই স্থানীয় আওয়ামীলীগ নেতাদের কাছে এমনটাই জানান। নাসিক মেয়র শুধুমাত্র মেয়রই নন, তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিও বটে। তবে কোনো কমিটি না করায় এবং এ বিষয়ে কোনো তদারকি না করায় অনেক কাউন্সিলরই স্থানীয় আওয়ামী নেতাদের বাদ দিয়ে বিএনপির নেতাদের নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলেও অভিযোগ করেন তারা।
এসব দিক বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর চেয়ে অনেকটা এগিয়ে গেছেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা সাংসদ শামীম ওসমান এমনটাই মনে করেন খোদ আওয়ামীলীগের নেতাকর্মীরাও। তাদের মতে, শুধু কোটি টাকার সহায়তাই নয়, অসহায়দের পাশে দাড়ানোর লক্ষ্যে সাংসদ ইতিমধ্যে ফোন কলের মাধ্যমে জানতে পেরে অনেক অসহায়কে সহায়তা দিয়েছেন। এছাড়া মহানগর যুবদলের সভাপতি, নাসিক কাউন্সিলর বীর বাহাদুর খোরশেদ ও তার সহধর্মিনীর দুঃসময়ে তাদের পাশে দাড়িয়ে সাংসদ শামীম ওসমান ইতিমধ্যে মানবতার অনন্য দৃষ্টান্ত করেছেন বলেও মনে করেন তৃণমূলের এসব নেতাকর্মীরা।
তারা আরো বলেন, শামীম ওসমানের মতো নেতাই আমরা চাই, যিনি সুসময়ে – দুঃসময়ে সর্বদা জনগনের পাশে থাকবে। দুঃসময়ে ঘরবন্দি হয়ে “নিজে বাঁচলে বাপের নাম” নিবেন এমন নেতার দরকার নাই বলেও জানায় তারা।
উল্লেখ, বর্তমান বিশ্বের প্রতিটি মানুষের শত্রুতে পরিণত হওয়া কভিড-১৯ এর তান্ডবে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব। অন্য কোনো দেশ বা রাষ্ট্রের কাছে হার না মানা ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার অবস্থা সবচেয়ে নাজুক। এ ভাইরাসের তান্ডবে শুধু আমেরিকাই নয় বিশ্বের বাঘা বাঘা সব দেশও কঠিন সময় পাড় করছে। নাস্তানাবুদ অবস্থা বাংলাদেশেরও। সারাবিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার, মৃত্যু হয়েছে ৭০৯ জনের। ৩০৪৭ জন আক্রান্ত নিয়ে করোনা সংক্রমনের দিক দিয়ে ঢাকা, চট্রগ্রামের পরেই নারায়ণগঞ্জের অবস্থান।