আলোকিত নারায়ণগঞ্জঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের হাত ধোয়ার জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে নগরীর দেওভোগ বড় জামে মসজিদের সামনে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করা হয়।
রবিবার (৭ জুন) বিকেলে এ বেসিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদার, সামাজিক সংগঠন উল্লাস এর সাবেক সভাপতি মোঃ রাকিব, সাধারণ সম্পাদক দিনার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মনা সরদার বলেন, সকলকে সরকারী সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে সচেতন হতে হবে। কিছু সময় পরপরই হাত ধুতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। পথচারীরারও যেন হাত জীবাণুমুক্ত করা থেকে বাদ না যায় তাই এখানে বেসিন স্থাপন করা হয়েছে। যারা স্থাপন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষিয়ান এ আওয়ামীলীগ নেতা।