আলোকিত নারায়ণগঞ্জ
বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া একেবারে চুপিসারে বাগদান সেরেছেন৷ আজ সোমবার সন্ধায় তার ভেরিফাইড ফেজবুক পেজে এই কথা জানান তিনি।তিন মাস আগে গত ১ মার্চ প্রেমিকের হাতে হাত রেখে আংটি পরিয়েছেন।
দীর্ঘ সাত বছর প্রেমের পর বাগদান করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়িকা কিন্ত কার সাথে বাগদান হয়েছে তার সে সম্পর্কে কিছুই বলেননি তিনি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফারিয়া নিজ এলাকা ময়মনসিংহে নিজেদের ফার্মে ছিলেন। জানা যায়, সেখানেও চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি।
আজ সোমবার সন্ধ্যায় ফারিয়া একটি ফ্রেমের ভেতরে বাগদানের ছবি যুক্ত করে ফেসবুক পেজে শেয়ার করেন৷ ওই ছবিতে দু’জনের হাতে বাগদানের আংটি দৃশ্যমান রয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুল্লিাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল গত মার্চ মাসে। এ জন্য আমি পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা একসঙ্গে আছি।’
একটি সুত্রে জানা গেছে, ফারিয়ার হবু বরের নাম ইফতেখার আলম। করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা।
ক্যারিয়ারের শুরুতে আরজে ছিলেন নুসরাত ফারিয়া৷ তারপর বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা শুরু করেন তিনি। অসংখ্য টিভি শো উপস্থাপনা করেছেন তিনি। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে সবার নজের আসেন ফারিয়া। নুসরাত ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও পারফর্ম করেছেন৷
পরবর্তীতে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন ফরিয়া। টালিগঞ্জের সুপারস্টার জিৎ-এর সঙ্গেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে দেশের বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন তিনি। ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ গত ৬ মার্চ মুক্তি পায়। তিনি বর্তমানে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় এবং শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও বন্ধ করে দিতে হয়েছিল। এতে একসঙ্গে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ফারিয়া।
করোনার কারনে ছবিগুলোর শুটিং বন্ধ হয়ে আছে। গত ৫ জুন সিনেমার শুটিংয়ের অনুমতি দেয়া হলেও এই ছবিগুলোর শুটিং ফের কবে শুরু হচ্ছে সেটি এখনও চূড়ান্ত হয়নি।