আলোকিত নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে গোদনাইল উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা ভবনের ঢালাই কাজ পরিদর্শন করছেন বিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভাপতি ও ১০ নং ওয়ার্ড কাউন্সিল হাজী মোঃ ইফতেখার আলম খোকন।
সোমবার (৮ জুন) তিনি সরেজমিনে গিয়ে ভবনের কাজ পরিদর্শন করেন বলে জানা গেছে।
তিনি কাজের গুণগত মান ঘুরে দেখেন এবং নিম্নমানের মালামাল কাজে ব্যবহার না করার হয় সে ব্যাপারে ঠিকাদারকে সর্তক করে দেন।
এসম কাউন্সিলর খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে সংসদ সদস্য একেএম শামিম ওসমান যে অনুদান দিয়েছেন তা দিয়ে গোদনাইল উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা ভবনের কাজ চলছে। আজকে নীচ তলার ঢালাই কাজ শুরু হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ একেএম শামীম ওসমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। একইসাথে শেখ পরিবার ও ওসমানের পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা, ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, ম্যাজিস্টেট রোকেয়া খাতুন, প্রধান শিক্ষক ও স্কুলের প্রতিনিধি সহ অন্যান্যরা।