আলোকিত নারায়ণগঞ্জঃ
দেশ ব্যাপী চলমান করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা চরম কষ্টে দিনাতিপাত করছে। এসকল অবহেলিতদের সাহায্যার্থে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান সাহেবের সহধর্মিণী লিপি ওসমান আরো একবার সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকনের অনুরোধে শামীম ওসমান পত্নী এ সহযোগীতা করেন।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্তাবধানে ১০ নং ওয়ার্ডের একাংশে অসহায় ১৩৪ টি পরিবারের মাঝে লিপি ওসমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী হিসাবে প্রতিটি পরিবারে ২ টি করে প্যাকেট সরবরাহ করা হয়। ১টি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু পিয়াজ, তেল ও লবন। অন্য প্যাকেটে ছিল সেমাই, চিনি ও দুধ। গ্লোবাল ট্রেডিং করর্পোরেশন উক্ত খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করে।
খাদ্য সামগ্রী বিতরনের সময় সার্বিক তত্তাবধানে দ্বায়িত্ব পালন করেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক এর উপস্থিতিতে সম্পূর্ণ বিতরন কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফরহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকশ দল।
এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী। ভলান্টিয়ার হিসাবে দ্বায়িত্ব পালন করেন কাউন্সিলরের মনোনীত কর্মীবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরনকালে হাজী ইফতেখার আলম খোকন জননেত্রী শেখ হাসিনা, জননেতা এ কে এম শামীম ওসমান ও লিপি ওসমানের জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।