আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আগত খাদ্য সামগ্রীর উপহার ১০ম ধাপে বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান।
মঙ্গলবার (৯ জুন) নাসিক ১৭ নং ওয়ার্ডের জল্লার পাড়া, পাইকপাড়া ছোট কবরস্থান ও পাইক পাড়া বড় কবরস্থান এলাকার ২৯৬টি পরিবারের মাঝে হাতে এ উপহার তুলে দেন তিনি।
প্যানেল মেয়র বিভা হাসান বলেন, নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী আপা’র মাধ্যমে পাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর ১০ম ধাপের উপহার সামগ্রী
নারায়ণগঞ্জ সিটি ১৭নং ওয়ার্ডের জল্লার পাড়া, পাইকপাড়া ছোট কবরস্থান ও পাইক পাড়া বড় কবরস্থান এলাকার ২৯৬টি পরিবারের মাঝে বিতরণ করেছি। এছাড়া সম্প্রতি আরো ১৮ নং ওয়ার্ডের ১৮৫ টি পরিবারের মাঝে বিতরণ করেছি।
তিনি আরো বলেন, করোনার শুরু থেকে আমি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করে আসছি। করোনা মোকাবেলায় নিয়মিত আমি আমার তিনটি ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি। আমি সরকারি উপহার ছাড়াও ব্যক্তিগত ভাবে খাদ্য সহায়তা দিয়েছি এবং আরও দিবো।করোনা মহামারীতে অসহায় মানুষদের মাঝে আমার খাদ্য সহায়তা চলমান থাকবে ‘ইনশাআল্লাহ’।