আলোকিত নারায়ণগঞ্জঃ
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ কোর্টেও চলছে তথ্য প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে বিচারকার্য তার নিজস্ব গতিতে চলছে। ফলে সুবিধা ভোগ করছে বিচারপ্রার্থীরা। প্রতিদিনের ন্যায় বুধবারও তথ্য প্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ ভার্চুয়াল কোর্ট পরিচালিত হয়। এদিন ২১ টি মামলার আবেদনের মধ্যে ১২ মামলায় ১৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ জুন ) দুপুরে রাষ্ট্রপক্ষের কৌসুলি পিপি এড.ওয়াজেদ আলী খোকন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মোট ২১টি মামলার আবেদন জমা পড়ে। ২১টির মধ্যে ১২ মামলায় ১৩ জনের জামিন মঞ্জুর করে আদালত। জামিন পাওয়া বেশিরভাগ মামলা ছিলো মাদক।
উল্লেখ্য , গত ১০ মে এক নোটিশে বলা হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অধ্যাদেশ ২০২০( অধ্যাদেশ নং-০১,২০২০)এর নির্দেশনা মোতাবেক ভার্চুয়াল কোট এর মাধ্যমে জরুরী জামিন বিষয়সমূহ শুনানীর লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর vcdj.narayanganj@gmail.com ই-মেইল এ জামিন সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সময় সংশ্লিষ্ট আইনজীবীর নাম, ই-মেইল, ফোন নম্বর, আইডি নং ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট আইনজীবীকে শুনানীর তারিখ ও ভার্চুয়াল কোটের লিঙ্ক ই-মেইল / SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে।