আলোকিত নারায়ণগঞ্জ
ফতুল্লায় ডিজিস্ট জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে গ্রেফতার দুই যুবককে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) সকালে নারায়নগঞ্জের চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিন মঞ্জুর করেন।
রিমান্ডকৃত আসামীরা হলেন, ফতুল্লা থানার ভূইগড় এলাকার সিরাজ সিকদারের ছেলে মো. ফয়সাল হোসেন সজিব ওরফে সজিব (২০) ও আ.মোতালেবের ছেলে মো.শাওন হোসেন (২০)।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন,পুলিশ মামলার সুষ্ঠ তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ওই দুইজন আসামীকে ২ দিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, নিহত জসিম উদ্দিন এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সহিত জড়িত ছিলেন। মৃত্যুর অনুমান দেড় মাস আগে পূর্বে উক্ত আসামিরা এলাকার মেয়েদের উত্যক্ত করায় জসিম উদ্দিন তার প্রতিবাদ করে। তখন উক্ত আসামিরা এলাকার ছেলেদের নিয়ে তাকে মারধর করে এলাকা থেকে বিতাড়িত করার জন্য হুমকি প্রদান করেন। এই নিয়ে তাদের মধ্যে শক্রতা চলছিল। তার ধারাবাহেকতায় উক্ত আসামিরা তাদের সহযোগীদের নিয়ে ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টা থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা কিংবা সাড়ে ১১টার সময় কৌশলে জসিম উদ্দিনকে হত্যা করে তার লাশ ঘরের খাটের উপর রেখে যায়।