আলোকিত নারায়ণগঞ্জ
কভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে সকল সিনেমা হল বন্ধ। লকডাউনের এই দিনগুলোতে সিনেমা মুক্তির জন্য অনলাইন প্লাটফর্ম গুলোতে ভীড় করছেন নির্মাতারা ৷ জনপ্রিয় সব অনলাইন প্লাটফর্মে মুক্তি দেয়া হচ্ছে সিনেমা। এবার শোনা যাচ্ছে চলমান লকডাউনে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের বহুল প্রতীক্ষিত ছবি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’।
‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিলো দর্শকদের মাঝে। ধুন্ধুমার অ্যাকশনের এই সিনেমা মন ভরিয়েছিল দর্শকদের। সেই ধারাবাহিকতায় এবার ছবিটির সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে যা অচিরেই মুক্তি পেতে যাচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমা হলেই মুক্তি পাবার কথা ছিল “কেজিএফ: চ্যাপ্টার টু কিন্ত পরিস্থিতি অনুকূলে না থাকায় ছবিটি অনলাইনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির প্রযোজক। কার আগে কে ছবিটি পাবে সে নিয়ে স্ট্রিমিং প্লাটফর্মগুলোর মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা।
তবে কোন প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে সে সম্পর্কে এখনো ছবির নির্মাতা, প্রযোজকদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কিছুদিন আগে একটি মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর সত্ত্ব! তবে সেটি নিয়েও মুখ খুলেননি ছবির নির্মাতা কিংবা অভিনেতা যশ।