আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়নগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আকরাম হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হলে নাসিক তিন কাউন্সিলের সহায়তায় মৃত ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) নাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীনের টিম মরদেহের লাশ দাফন সম্পন্ন করে বলে জানান তিনি। এ নিয়ে তাদের লাশ দাফনের সংখ্যা দাড়ালো ২২ জন।
মৃত ব্যক্তির নাম আকরাম হোসেন। তিনি বার্মাস্টান্ড এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে কাউন্সিলর রুহুল আমীনের সাথে আলাপকালে তিনি জানান, এনসিসি ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমার মতির সার্বিক সহযোগিতায় এনসিসি ০৮ নং ওয়ার্ডে গতকাল রাতে করোনা পজেটিভ নিয়ে মৃত্যু বরন কারী আকরাম হোসেনের লাশ দাফন করা হয়। ২২ তম ব্যক্তির দাফন হিসাবে তার দাফন সমপন্ন করেন নাসিক ০৮ নং ওয়ার্ড দাফন সমপন্ন কারি টিম। এ সময় ০৬ নং ওয়াড কাউন্সির মতিউর রহমান মতি ও ১০ নং ওর্য়াড কাউন্সিলর ইফতেকার আলম খোকন উপস্থিত থেকে টিমকে সার্বিক সহযোগিতা করে। আমি সকলের কাছে ০৮ ওয়ার্ড দাফন সমপন্ন কারি টিমের জন্য দোয়া প্রার্থনা করি আল্লাহ্ যেন তাদের সকল কে সুস্থ রাখে।
এ ব্যাপারে মতিউর রহমান মতির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সেখানে উপস্থিত থেকে সকল রকমের সার্বিক সহযোগিতা করেছি।কারন মৃত ব্যক্তি আমার এলাকার বাসিন্দা। আমি দোয়া করি মরুহুম আকরাম হোসেনকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে আল্লাহ সকল ধরনের বালা মুছিবত থেকে রক্ষা করুক।
এদিকে কাউন্সিলর খোকনের সাথে আলাপকালে তিনি জানান, আমি এবং মতি ভাই সেখানে ছিলাম। আমি লাশ দেখলে থাকতে পারি না, ছুটে যাই তাদের পাশে। আকরাম খুব ভালো মনের মানুষ ছিলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক (আমিন)।
ওই সময় টিমের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ রাজীব, মো সবুজ, শান্ত প্রধান সহ অন্যান্যরা।