আলোকিত নারায়ণগঞ্জ
ফুটবল সমর্থকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল কবে টেলিভিশনের পর্দায় তাদের পছন্দের তারকাদের আবার ফুটবল মাঠে দেখতে পাবে। করোনার কারনে যে পুরোপুরি থেমে আছে ফুটবল। দীর্ঘ তিন মাস পর ফুটবল সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে করোনাভাইরাস নামক বাধা অতিক্রম করে মাঠে ফিরতে শুরু করেছে ফুটবল।
জার্মান বুন্দাস লিগা দিয়ে যার পথাচলা শুরু হয়েছে। গতকাল শুরু হয়েছে স্প্যানিশ লা লিগা। দীর্ঘ ৯৩ দিন পর মাঠে ফিরেছে লা লিগা। দর্শকশূন্য মাঠে সেভিয়া ২-০ গোলে পরাজিত করেছে রিয়েল বেতিসকে। সেই ধারাবাহিকতায় ঠিক ১০০ দিন পরে আজ মাঠে ফিরছে ইতালিয়ান ফুটবল, মাঠে ফিরছেন ফুটবলের প্রথম বিলিয়নিয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো। রাতে রোনালদার জুভেন্টাসের প্রতিপক্ষ এসি মিলান। আর শনিবার লা লিগায় বার্সেলোনার লড়াই মায়োরকার সঙ্গে, যেখানে প্রায় তিন মাস পরে খেলবেন আর্জেন্টিনীয় কিংবদন্তি লিওনেল মেসি ।
মেসি নিজে বলেছেন, করোনা নিয়ে তিনি আতঙ্কিত নন। বরং আবার ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। এতদিন খেলা বন্ধ থাকায় লুইস সুয়ারেস সুস্থ হয়ে মাঠে ফিরতে পারছেন। যা নিয়ে আঁতোয়ান গ্রিজম্যান বলেছেন, ‘লুইস বার্সায় প্রচুর গোল করে। চোটের জন্য আমাদের শেষ কিছু ম্যাচ খেলতে পারেনি। যার জন্য গোটা দলই ভুগেছে। ও ফেরায় সবাই তাই খুশি। এতদিন বিশ্রাম পেয়ে ব্যক্তিগতভাবে আমার ভালোই হয়েছে। মনে হয় শেষ ৫ বছরে এই প্রথম এত লম্বা ছুটি পেলাম। স্ত্রী, বাচ্চাদের সঙ্গে দারুণ কাটালাম।