আলোকিত নারায়ণগঞ্জ
আলোড়ন সৃষ্টিকারী সেচ্ছাসেবী সংগঠন আলোকিত কাশীপুরের এডমিন প্যানেলের অন্যতম সদস্য শহিদুল ইসলাম খাঁ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ ১৩ জুন শনিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে৷
গত ৩-৪ দিন যাবত তিনি অসুস্থ বোধ করছিলেন। গতকাল নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে (খানপুর হাসপাতাল) করোনা টেস্ট করান৷ বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন৷ বিষয়টি তিনি মুঠোফোনে আলোকিত নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত নারায়ণগঞ্জের মাধ্যমে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমি গত কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলাম তাই গতকাল খানপুর হাসপাতালে করোনা টেস্ট করাই যার রিপোর্ট আজ হাতে পেয়েছি। রিপোর্টে করোনা পজেটিভ আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন৷ আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এবং আবার মানুষের সেব করতে পারি”।
করোনার প্রথম থেকেই তিনি তার সেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের নিয়ে মানুষের পাশে ছিলেন। করোনার সময় আলোকিত কাশীপুর মানুষদের মাঝে জীবানুনাশক স্প্রে, সচেতন মুলক লিফলেট, মাস্ক সহ বিভিন্ন উপহার প্রদান করেছেন। তারা এখন পর্যন্ত প্রায় ১৪ লক্ষ টাকার ফান্ড সংগ্রহ করে মানুষের মাঝে বিতরন করেছেন।