আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে শক্ত এক খুটি হয়ে অবিরাম দাঁড়িয়ে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
রবিবার (১৪ জুন) আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ডের ৩ হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭০০ প্যাকেটের সাথে তার নিজ্ব অর্থায়নে ২৩’শ প্যাকেট খাদ্য সামগ্রীর উপহার ছিলো।
সামাজিক দূরত্বের বিধি মেনে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, করোনার কারণে যে সংকট সৃষ্টি হয়েছে তা আসলে সরকারের একার পক্ষে সামলানো সম্ভব না। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি যদি নিজ উদ্যোগে এগিয়ে আসেন তাহলে দুর্যোগের এই সময়টা আমরা কিছুটা স্বস্তির সঙ্গে পার করতে পারবো। হতদরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি প্রবাস ফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত এলাকার বিত্তবানরা কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকলে একজন মানুষও না খেয়ে থাকবে না। এ সময় ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আতঙ্কিত না হয়ে সবাইকে ঘরে অবস্থান করার আহ্বান জানান। করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।