আলোকিত নারায়ণগঞ্জ, স্পোর্টস ডেস্কঃ
গতরাতে তিন মাস পরে ন্যু ক্যাম্পে নেমেছিল বার্সেলোনা তাদের প্রতিপক্ষ ছিল দূর্বল লেগানেস। খেলা শুরু হওয়ার সাথে বার্সেলোনাকে চেপে ধরেছিল লেগানেস। প্রথম ১৫ মিনিটের মধ্যেই বার্সেলোনাকে ভয় পাইয়ে দিয়েছিল লেগানেস। দুইবার কঠিন পরীক্ষায় পড়ে উতরে গেছেন বার্সা গোলরক্ষক টের স্ট্যাগান। ১১তম মিনিটে বড় বাঁচা বেচে যায় স্বাগতিকরা। লংলে না থাকলে তো গোলই খেয়ে বসত স্বাগতিকেরা। লেগানেসের গেরারের শট লেংলের পায়ে না আটকালে সেটা জালে জড়াত নিশ্চিত।
এই মিসের রেস কাটতে না কাটতে দুই মিনিট পর পর আবার গোলের সুযোগ নষ্ট করে লেগানেস। এরপর থেকে নিজেদের গুছাতে শুরু করে বার্সেলোনা। নিজেদের গুছিয়ে নেওয়ার পর বার্সেলোনার সামনে আর পেরে উঠতে পারেনি লেগানেস। বরাবরের মতো পুরো ম্যাচে বল দখল এবং আক্রমনে লেগানেসের চাইতে দ্বিগুন এগিয়ে ছিল বার্সেলোনা।
প্রথম গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। এ মৌসুমে দুর্দান্ত খেলা ফাতির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৪ মিনিটে আবার এগিয়ে যেত পারতো বার্সা কিন্ত সুপার স্টার মেসি বলে পা ছোয়াতে ব্যার্থ হন। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক খেলে বার্সেলোনা।
৬৪ মিনিটে গ্রিজম্যানের গোল ভীএআর মাধ্যমে বাদ না গেলে এগিয়ে যেত পারতো বার্সেলোনা। ৬৯ মিনিটে আর ভূল করেননি মেসি। বার্সেলোনার হয়ে পেনাল্টিতে দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন তারকা । এই জয়ের ফলে বার্সেলোনা রিয়েল মাদ্রিদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট এগিয়ে গেল।
অন্যদিকে জার্মান বুন্দাস লীগায় টানা অষ্টমবারের মতো শিরোপা জয় করলো বায়ার্ন মিউনিখ। এ নিয়ে বায়ার্ন মিউনিখ ৩০ তম লিগ জয়ের স্বাদ পেল। গত রাতে ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাত রেখেই শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন।
ম্যাচের ৪৩ মিনিটে বায়ার্নের হয়ে একমাত্র জয়সুচক গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিরিশের বেশি লিগ গোল করলেন লেভানডফস্কি। এখন পর্যন্ত লিগে তাঁর গোলসংখ্যা ৩১। লীগ শিরোপা ঘরে তোলার ফলে এ মৌসুমে ট্রেবল জয়ের আশা বাচিয়ে রাখলো বায়ার্ন মিউনিখ।