আলোকিত নারায়ণগঞ্জ, স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই সাধারণ মানুষের জন্য খেটে যাচ্ছেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন করার পাশাপাশি করোনার কারনে বিপদে পড়া মানুষের পাশে শুরু থেকেই রয়েছেন তিনি। এবার বাংলাদেশ দলের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিজেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কবলে পড়েছেন। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি৷ জ্বর না কমার ফলে করোনা টেস্ট করান তিনি। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন দেশের ওয়ানডে ক্রিকেটের সফলতম অধিনায়ক।
মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার আগে তার শাশুড়ি ও স্ত্রী সুমনা হকের এক ভাগনি করোনা পজেটিভ হয়েছিল। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছে অন্য কোনোভাবে।
দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর সাধারন মানুষের খোঁজ খবর নিতে নিজ নির্বাচনী এলাকা নড়াইলে দুই দফায় গিয়েছেন ম্যাশ তবে সেটিও অনেকদিন আগে৷ নিজ এলাকা নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনেও ছিলেন দুই সপ্তাহ। তারপরে বাসায় পরিবারের জাছে ফিরেন তিনি। বাসায় ফিরেও ছিলেন অনেক সাবধানি কিন্ত তারপরও সদ্য সাবেক হওয়া বাংলাদেশ অধিনায়ক রক্ষা পেলেন না করোনাভাইরাস থেকে। আজই করোনা টেস্টের ফলাফল হাতে পেয়েছেন তিনি।