আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকালে কাউন্সিলর আব্দুল করিম বাবুর ব্যক্তিগত উদ্যোগে ১৩ তম ধাপে ওয়ার্ডের ৫শ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে, মানুষের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন কাউন্সিলরের স্বেচ্ছাসেবক টিম। খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন এসব মানুষ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলরের সচিব মোঃ রিয়াদ, কাউন্সিলর কার্যালয়ের মোঃ সুমন প্রমুখ।
খাদ্য সামগ্রীর উপহার বিতরণ শেষে কাউন্সিলর আব্দুল করিম বাবু সাংবাদিকদের বলেন, প্রতি সপ্তাহে অন্তত দুইবার ওয়ার্ডবাসীর জন্য আমার উপহার বিতরণ অব্যাহত থাকবে।