আলোকিত নারায়ণগঞ্জ
করোনাভাইরাসের কারণে এবার সৌদি আরবের বাইরের মানুষদের আগে থাকেই হজ পালন করা নিয়ে শংকা ছিল৷ সেই শংকা যেন সত্যি হয়ে গেল মহামারি কভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে চলতি বছর কেবল সৌদি আরবে বসবাসকারীদের সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। এ বছর বাইরের দেশের কোন নাগরিক সৌদি আরব গিয়ে হজ পালন করতে পারবেন না। গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ঘোষণাটিতে উল্লেখ আছে, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এমনকি এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে বলেও ঘোষণায় জানানো হয়।
২০১৯ সালেও বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মানুষ সৌদি আরব গিয়ে হজ পালন করেছিলেন।