আলোকিত নারায়ণগঞ্জ, স্পোর্টস ডেস্কঃ
করোনাভাইরাস পুরো ক্রিকেট বিশ্বে গ্রাস করেই চলেছে। কয়েকদিন আগে একদিনেই বাংলাদেশের তিন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। গতকাল সাউথ আফ্রিকার ৭ জন ক্রিকেটার করোনা পজেটিভ হয়েছে। যদিও ক্রিকেট সাউথ আফ্রিকা কারও নাম জানায়নি। গতকালই শাদাব খান সহ পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে ডাক পাওয়া আরও ৭ জন ক্রিকেটার আজ করোনা টেস্টে পজেটিভ হয়েছেন। এরা হচ্ছেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
এ নিয়ে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে সুযোগ পাওয়া ১০ জন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। পিসিবি জানিয়েছে, নতুন করে ৭ ক্রিকেটারের সঙ্গে জাতীয় দলের ম্যাসাজকর্মী মালাং আলীরও করোনা পজিটিভ এসেছে। তবে করোনা পজেটিভ হওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কারও শরীরে কোণ উপসর্গ নেই। তাদের সবার শারীরিক অবস্থা ভাল আছে।
আগামী ২৫ জুন তাদের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হবে। দ্বিতীয় পরীক্ষায় যারা নেগেটিভ প্রমাণিত হবেন, তারা ইংল্যান্ড উদ্দেশ্য বিমানে চড়বেন। আগামী ২৮ জুন তিন টেস্ট ও তিন টি টি-২০ খেলার জন্য ইংল্যান্ডে রওনা দেওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের আরেক দফা করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।