আলোকিত নারায়ণগঞ্জ, বিনোদন ডেস্কঃ
ছোট পর্দার বহুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব৷ অনেক দর্শক তাকে নাটকের বড় ছেলে হিসেবেও জানে৷ অপূর্ব ১৯৮৫ সালের এইদিনে ঢাকায় জন্মগ্রহণ করেন৷
জনপ্রিয় এই টিভি অভিনেতার মা ফিরোজা আহমেদ ছিলেন একজন বেতার শিল্পী। মা একজন সঙ্গীতশিল্পী হওয়ার সুবাদে মিডিয়া জগতের সাথে তার পরিচয় খুব ছোটবেলা থেকেই৷ বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয় করেই জনপ্রিয় হয়ে উঠেন অপূর্ব।
তিনি প্রথম ২০০৬ সালে ‘বৈবাহিক’ নাটকে অভিনয় করেন। বিশেষ করে মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় ‘বড় ছেলে’ নাটকে অভিনয়ের মাধ্যমে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেন৷ এই নাটকে অভিনয়ের পর বাংলাদেশের নাটক দেখেন অথচ অপূর্বকে চেনে না এমন মানুষ খুঁজে বের করা কষ্ট হয়ে যাবে। ছোট পর্দার এই আকাশচুম্বী জনপ্রিয় অভিনেতা বড় পর্দাতেও অভিনয় করেছেন৷ ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পা রাখেন তিনি।
আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। সবচেয়ে মজার ব্যাপার হলো আজ অপূর্বের সাথে তার ছেলে আয়াশেরও জন্মদিন। অপূর্বর ছেলে আয়াশও বাবার মতো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে৷ শিহাব শাহীন পরিচালিত ‘বিনি সুতোর টান’ নাটকটে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছে আয়াশ৷ এরই মধ্যে এক কোটি ভিউয়ার্স উপভোগ করেছেন এই নাটক। নাটকটিতে অপূর্ব ও তার ছেলে আয়াশ যথারীতি পিতা-পুত্রের ভূমিকাতেই অভিনয় করেছেন। এই নাটকে অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পীর পুরষ্কার জিতেছেন আয়াশ।
করোনা পরিস্থিতির কারণে বিগত বছর থেকে এবারের জন্মদিনটি একেবারে ভিন্ন। এবারের জন্মদিন কীভাবে কাটবে এমন প্রশ্নের উত্তরে অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কী আয়াশের জন্মের পর থেকে আর নিজের জন্মদিন নিয়ে কোনো রকমই প্ল্যান করা হয় না। কারণ আয়াশকে ঘিরেই যত আয়োজন থাকে। সেই আয়োজনের আনন্দে নিজের জন্মদিনের কথা ভুলেই যাই। এবারের জন্মদিন নিয়ে কোনো প্ল্যান না থাকলেও দিনটি যে বিশেষভাবে কাটবে, সেটা কী আর বলার অপেক্ষা রাখে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন’৷