আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, বর্তমানে খারাপের প্রভাব বেশী, সেটা রাজনীতিই হোক, সাংবাদিকতা হোক কিংবা ব্যবসা হোক সকল সেক্টরেই খারাপের প্রভাবটাই বেশী। কারণ চাটুকারিতা করে এ খারাপরা সামনে আসতে চায়, কিন্তু ভালো মানুষরা তা পারে না।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে বন্দর উপজেলার একরামপুর এলাকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সাংসদ বলেন, আওয়ামীলীগে বর্তমানে ত্যাগী নেতারা অবমূল্যায়িত। অনেকের ঘরে চুলায় আগুন জ্বলে না, তারপরও আওয়ামীলীগকে ভালোবাসেন। মনের মধ্যে অনেক ক্ষোভ থাকার পরও আওয়ামীলীগ থেকে দুরে চলে যাননি। যারা সবসসয় নিঃস্বার্থভাবে দলকে ভালোবেসে গেছেন। শুক্কুর মাহমুদ তাদেরই একজন। তার অকাল প্রয়াণে দল ও দেশের যে ক্ষতি হয়েছে তা কখনো পুরণ হবার নয় মন্তব্য করেন শামীম ওসমান।
তিনি আরো বলেন, বর্তমানে অনেকে রাজনীতি করে মঞ্চের কোণায় এসে ছবি তুলে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। বর্তমানে চারদিকে আওয়ামীলীগ আর আওয়ামীলীগ, শুধুই আওয়ামীলীগ। আর এসব আওয়ামীলীগারদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের একসময় কিছুই ছিলো না কিন্তু এখন অনেক কিছু আছে। যাদের সম্পর্কে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে শুনি হিন্দুদের এমুক সম্পত্তি, অমুক সম্পত্তি, খাল-পুকুর দখল করেছে।
তিনি বলেন, এসব ভুয়া আওয়ামীলীগারদের বাদ দিতে হবে এবং সিএস, আর এস, এস এ পর্চা দেখে ত্যাগীদের মুল্যায়িত করতে হবে।
শামীম ওসমান বলেন, আমাদের মৃত্যুর পর যাতে আপনাদের চোখে একটু পানি আসে এটাই আমাদের চাওয়া। এজন্যই আমরা মানুষের সেবা করে যাচ্ছি।
স্মরণসভায় মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আবু হাসনাত শহীদ মোঃ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
এডঃ খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক
শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানী, বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, মহানগর কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমান লিটন, আওয়ামীলীগ নেতা মোঃ নুরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা খান মাসুদ প্রমুখ।