আলোকিত নারায়নগঞ্জ, জনি গোপঃ
চলতি মাসের ১৫ তারিখে করোনা নমুনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে নারায়নগঞ্জ ফতুল্লা থানার ওসি আসলামের। ২৮ শে জুন আবার করোনা রিপোর্ট নেগিটিভ আসায় তাকে করোনামুক্ত করা হয়। এর আগে ১৫ ই জুন করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর থেকে তিনি ডাক্তারের পরামর্শে থানা অফিসার্স কোয়ার্টারে আইশোলেশনে থাকেন। বর্তমানে করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন তিনি। তিনি তার নিজ অবস্থানে থেকেই সঠিক স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা সেবার মাধ্যমেই সুস্থতা লাভ করেছেন।
ওসি আসলাম জানান, করোনা প্রতিরোধে আতংক নয়,সঠিক চিকিৎসা ব্যবস্থায় করোনা ভাইরাস কে জয় করা সম্ভব। আল্লাহর অশেষ রহমতে চিকিৎসক, পরিবার ও প্রশাসনের কর্মকর্তা, সহকর্মীদের সহযোগিতা ও অনুপ্রেরণায় করোনা ভাইরাস থেকে সুস্থ হতে পেরেছি। অফিস কোয়ার্টারে আইশোলেশনে থেকে গরম পানির ট্রিটমেন্ট, পরিষ্কার পরিছন্ন থেকে এবং ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ হয়েছি। করোনায় আক্রান্তকালীন সময়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম স্যার সর্বক্ষন আমার খোজ খবর রেখেছেন,আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি করোানায় আক্রান্ত হওয়ায় ফতুল্লার সর্বস্তরের মানুষ আমার জন্য মসজিদে মন্দিরে দোয়া প্রার্থনা করেছেন। আমি ফতুল্লাবাসীকে আমার মনের অন্তস্থল থেকে আন্তরিক ভারোবাসা জানাচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্তকালীন সময়েও আমি আইসোলুশনে থেকে অফিস করেছি। এখন আমি সুস্থ আছি, তাই নিয়মিত থানায় অফিস করেেবা।