আলোকিত নারায়ণগঞ্জ, স্পোর্টস ডেস্কঃ
রবিবার সকালে কলম্বোর শহরতলির পানাদুরায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার কুশল মেন্ডিস। এক সাইকেলকে ধাক্কা দেয় তার গাড়ি৷ ৬৪ বছর বয়সী সেই সাইকেল চালক ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। অসহায় বৃদ্ধ সেখানেই মারা যান।
এই ঘটনায় শ্রীলঙ্কান পুলিশ কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ জানিয়েছে, কুশলকে এ দিনই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে। কুশল নেশাগ্রস্ত ছিলেন কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
শ্রীলঙ্কা জাতীয় দলের নিয়মিত সদস্য উইকেট কিপার ব্যাটসম্যান কুশল৷ তিনি এ পর্যন্ত ৪৪টি টেস্ট এবং ৭৬টি ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন৷ বর্তমানে করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কা জাতীয় দলের কোন খেলা না থাকলেও অনুশীলন ক্যাম্প শুরু করেছে শ্রীলঙ্কা জাতীয় দল। সেই অনুশীলন ক্যাম্পের অন্যতম সদস্য কুশল মেন্ডিস।