আলোকিত নারায়নগঞ্জঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জুয়েল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সাহারা খাতুন আমৃত্যু দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। একজন দক্ষ নারী সংগঠক ও আইনজীবী হিসেবে তিনি অসহায় এবং নির্যাতিত নারীদের আইনি সহায়তা দিয়ে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন।
সাবেক এই আইনজীবী নেতা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।