আলোকিত নারায়ণগঞ্জঃ
হযরত শাহ্ জালাল ইয়েমেনী রহমতুল্লাহি আলাইহির (৭০০)তম ওরস মোবারক উপলক্ষে নয়াপাড়া নতুন রাস্তার যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের ন্যায় হযরত শাহ্ জালাল ইয়েমেনী রহমতুল্লাহি বাৎসরিক ওরস মোবারকে মহামারী কোরোনা ভাইরাসের কারণে নয়াপাড়া যুব সমাজের ভক্তবৃন্দরা ওরস মোবারক অংশগ্রহণ না করায় নিজ এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলে পরিচালনা করেন নয়াপাড়া মসজিদের আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল ইসলাম তাহেরী এ সময় তিনি বলেন।
বাংলাদেশ আসাম তথা বৃহত্তর বঙ্গ ইসলামের আলোকে আলোকিত করার ক্ষেত্রে যাঁর নাম সবচেয়ে উজ্জ্বল এবং এদেশের সূফি, দরবেশ, আউলিয়াগণের মাঝে যাঁর প্রভাব ও মর্যাদা সবচেয়ে বেশী লক্ষ্যকরা যায় তিনি সুলতানুল বাংলা , হযরত আল্লামা শাহ্জালাল মুজার্রদ ইয়েমেনী রহমতুল্লাহি আলাইহি । এতদঞ্চল ধর্ম-বর্ণ,শ্রেণীনির্বিশেষে জন সাধারণের মাঝে তাঁর প্রতি ভালবাসা ও নামের মাহাত্ম ব্যাপক ও অতুলনীয়।