আলোকিত নারায়ণগঞ্জ, জনি গোপঃ
১৬ই জুলাই বৃহস্পতিবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার সামগ্রী বিতরনের ১৩ তম ধাপে ১৪ নং ওয়ার্ডের ডি. এন রােড নন্দীপাড়া, দিঘীর উত্তর ও পশ্চিম পাড় এলাকার প্রায় ৪৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধানের ভাতিজা ও একই ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর মহিউদ্দিন প্রধানের পুত্র নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অর্পন প্রধান।
সফিউদ্দিন প্রধান প্রচন্ড ঘাড় ব্যাথায় অসুস্থ থাকার কারনে আজকের ত্রান বিতরনে উপস্থিত হতে পারেনি। তার তত্ত্বাবধানে তারই ভাতিজা অর্পন প্রধান ১৩ তম ধাপের ত্রান বিতরন কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সফিউদ্দিন প্রধানের আরেক ভাতিজা দর্পন প্রধান, সফিউদ্দিন প্রধানের ছেলে পবন প্রধান সহ তার পিএস সিরাজুল ইসলাম ও ওয়ার্ড সচিব রিফাতুল ইসলাম (রিফোত) আরো অনেকে।
এ সময় অর্পন প্রধান বলেন, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা চাচারা মানুষের সেবা করে আসছেন। আমিও আমার বাবা চাচার মতই মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। আমাদের প্রধান পরিবার মানুষের সেবায় সর্বদা পাশে আছে, আগামীতেও থাকবে।