আলোকিত নারায়ণগঞ্জ, স্পোর্টস ডেস্কঃ
সারাদেশে করোনার প্রকোপ যেন কিছুতেই থামছেনা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮০৩ জন এবং মারা গেছে ৫০ জন। করোনা পিছু ছাড়ছে না ক্রীড়াঙ্গনেও। কিছুদিন আগে মাশরাফির পরিবারের প্রায় সবাই করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে তারা সুস্থ হয়ে উঠলেও এবার করোনা যেন জেঁকে বেসেছে সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবারে।
গত ১৯ জুলাই তার বাবা মাশরুর রেজা করোনা আক্রান্ত হন। এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার মা শিরিন রেজা। সাকিব আল হাসানের বাবা করোনা পজেটিভ হওয়ার পর গত ২০ জুলাই সাকিব আল হাসানের মা শিরিন রেজার করোনা পরিক্ষা করা হয়। করোনা পজেটিভ হলেও তার শরীরে তেমন কোন উপসর্গ নেই। সাকিব আল হাসানের বাবার মতো তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সাকিব আল হাসান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অ্যামেরিকার নিউওয়ার্কে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি তার বাব মার খোঁজ নিচ্ছেন।