আলোকিত নারায়ণগঞ্জঃ
বিশিষ্ট লেখক, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, এটিএন বাংলা নিউজের অ্যামেরিকার প্রতিনিধি দর্পণ কবীর এবং ছড়াকার নজরুল ইসলাম শান্তর সম্পদনায় নারায়ণগঞ্জের ছড়াকারদের ছড়া নিয়ে গ্রন্থ প্রকাশ করা হবে। দর্পণ কবির তার অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে এমনটাই জানিয়েছেন। এর জন্য নারয়ণগঞ্জের ছড়াকারদের ছড়া দেয়ার জন্য আহ্ববান জানিয়েছেন তিনি।
তিনি তার ফেসবুক টাইমলাইনে আরও লিখেছেন, “ছড়াকাররা নিজের পছন্দের একটি ছড়া, সদ্য তোলা ছবি ও সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্তসহ আমাদের কাছে পাঠান। যাদের লেখা মান-বিবেচনায় গ্রহণযোগ্য হবে, তাদের লেখাই জীবনী গ্রন্থে স্থান পাবে। এ ব্যাপারে ডাঃ নজরুল ইসলাম শান্তু’র চেম্বার ‘হাসান হোমিও হলে’ও সামাজিক দূরত্ব বজায়ে যোগাযোগ করতে পারেন ।
.
আমাদের লক্ষ্য-নারায়ণগঞ্জের ছড়াকারদের নিয়ে কাজ করা এবং তাদের কর্ম ও জীবন-বৃত্তান্ত সংরক্ষিত করা।যারা প্রয়াত হয়েছেন, তাদের লেখা ও জীবনী আমরা সংগ্রহ করছি। সংশ্লিস্ট বা পরিবারের লোক এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন। আপনার সমস্ত চাহিদাপত্র নীচের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা গেলো।
যোগাযোগঃ
ডা. নজরল ইসলাম শান্তু
হাসান হোমিও হল (ধর্মগঞ্জ চটলার মাঠ) এনায়েতনগর,ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মোবাইল -০১৯১৩৬২৮৪৮২
ই-মেইলঃ ngonjrhymes@gmail.com