শিহাব আহমেদ, আলোকিত নারায়ণগঞ্জঃ
দরজায় কড়া নাড়ছে কোরবানি ঈদ। করোনার কারণে এবছরের ঈদ সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসছে না। করোনা পরিস্থিতীর কারণে অনেক পরিবার অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ইতিমধ্যে এই কঠিন সময়ের মাঝে একটি ঈদ পার করেছে বিপদে পড়া মানুষগুলো। কঠিন এই পরিস্থিতী স্বাভাবিক না হতেই এসে পড়েছে আরেকটি ঈদ। ভীষন কষ্টের সময় পাড় করা কিছু মানুষের মুখে ঈদের একটু হাসি ফোটাবার চেষ্টা করে যাচ্ছে ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের পক্ষ্য থেকে গতকাল ৩০শে জুলাই বৃহস্পতিবার ৬৫ পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। করোনার মাঝে বিপদে পড়া মানুষের মাঝে পৌছে দেয়া হয়েছে উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, খিচুরির চাল, মুগডাল,কিসমিস, মশলা।
করোনা পরিস্থিতীতে শুরু থেকেই বিপদে পড়া মানুষের পাশে থাকার চেষ্টা করেছে ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব। করোনা পরিস্থিতীর শুরুতেই তারা সাধারন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনামুলক লিফলেট বিতরন করেছে। তারা করোনাকালীন সময়ে ১৩৫টি পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় বাজার পৌছে দিয়েছে। কোন পরিবার যাতে এই উপহার সামগ্রী গ্রহন করতে সংকোচ বোধ না করে সেজন্য তারা রাতে ঘরে ঘরে গিয়ে বাজার পৌছে দেয়। এছাড়া তারা রোজার ঈদের মধ্যেও ১৫টি পরিবার ও ১ জন গর্ভবতি মহিলাকে সাধ্যমত সাহায্য করে।
শুধু করোনাকালীন সময়ের জন্য না ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চায়। কাজ করে যেতে চায় সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য। ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের এডমিন প্যানেলের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সজিব আলকিত নারায়ণগঞ্জকে বলেন, “আমরা শুধু মানুষের সেবা করার চেষ্টা করছি। দেশের কঠিন এই সময়ে বিপদে পড়া কিছু মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছি। আমরা যা করছি তা অতি সামান্য। আলোকিত নারায়ণগঞ্জের মাধ্যমে আমি ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের হয়ে সবার কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে আমরা আরও বেশি করে সবাইকে সহযোগিতা করতে পারি”।
বিপদে পড়া মানুষদের সহযোগিতা করতে যে অর্থের প্রয়োজন হয় তা কিভাবে যোগাড় করা হয় জানতে চাইলে সাইফুল ইসলাম সজিব বলে, “ ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব গ্রুপের মেম্বাররা সবাই মিলে অর্থের যোগাড় করে থাকি। যার যতটুকু সামর্থ আছে ততটকু দিচ্ছে। এছাড়া আমাদের গ্রুপের প্রবাসি মেম্বাররা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আমাদের প্রবাসি মেম্বাররা নিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করেছে। মোট কথা আমরা এখন পর্যন্ত মানুষের জন্য যা করেছি তা গ্রুপের সকলে মিলে করেছি। গ্রুপের সবার অবদান আছে। গ্রুপের সবার উদ্দ্যেশে বলবো আপনারা সবাই এতদিন যেভাবে মানুষের পাশে ছিলেন আশা করবো ভবিষ্যতেও থাকবেন”।
ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের এডমিন প্যানেলের সদস্যরা হচ্ছেন সাইফুল ইসলাম সজিব, রুবেল, আসিফ সিদ্দিকী জনি, হৃদয়, আশিকুর রহমান খান ও হাবিবুর রহমান আকাশ। এছাড়া গ্রুপটির মডারেটররা হলেন ফরহাদ, জাকির, পাভেল।
দেশের এই কঠিন সময়ে শুধু মানুষের পাশে থাকার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব। তাদের জন্য রইল অনেক শুভ কামনা যাতে ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থাকতে পারে।