আলোকিত নারায়ণগঞ্জ, স্পোর্টস ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন খবর দ্রুতই ছড়িয়ে যায়। অনেক সময় মিথ্যা খবরও খুব দ্রুত ছড়িয়ে পরে। ঠিক তেমনি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে ক্রিকেটের রেকর্ডের বরপুত্র ব্র্যায়ান লারা করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। তার শাররীক অবস্থা ভাল না এমন গুঞ্জনও উঠেছিল কিন্ত আসলে তেমন কোন কিছুই হয়নি। ক্রিকেটের রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারা করোনায় আক্রান্ত হননি এবং তিনি শারিরীকভাবে সুস্থ আছেন। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। ব্রায়ান লারা জানান এ তার করোনায় আক্রান্ত হওয়ার খবর সম্পুর্ন ভিত্তিহীন ও পীড়াদায়ক।
লারা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে নিয়ে ছড়ানো যাবতীয় গুজব আমি দেখেছি। গুজব ছড়িয়ে পড়েছিল যে আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। এ মুহূর্তে সঠিক তথ্যটি সবাইকে জানানো প্রয়োজনীয়তা অনুভব করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাকে নিয়ে ছড়িয়ে পড়া তথ্যটি কেবল মিথ্যেই নয়, এটা করোনাভাইরাসে জর্জরিত আমাদের সমাজের জন্য ক্ষতিকরও। সবাই এমনিতেই করোনার কারণে পীড়াদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এ ধরনের গুজব তাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। করোনা নিয়ে নেতিবাচক খবর পরিবেশন করে হইচই তৈরির কিছু নেই। আমি আশা করি এবং প্রার্থনা করি করোনার হাত থেকে যেহেতু খুব শিগগিরই আমাদের নিস্তার নেই তাই এই সময়টা সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক”।