আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজ্ব অর্থায়নে ১৭ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কার, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, স্কুল-কলেজের জন্য শিক্ষা সরঞ্জামাদি বিতরণ, খেলার মাঠের উন্নয়ন ও ক্রীড়া সামগ্রী বিতরণসহ সকলক্ষেত্রে অর্থায়ন করে ব্যাপক প্রশংসিত হচ্ছে কাউন্সিলরের এসব কার্যক্রম। পাইকপাড়া এলাকার ছোট ও বড় কবরস্থানে কাউন্সিলর বাবুর নিজ অর্থায়নে বালু দ্বারা ভরাট করা হচ্ছে এবং ছোট কবরস্থানে শেড নির্মাণের কাজও বেশ দ্রুত এগিয়ে চলছে। ইতিপূর্বেই বড় কবরস্থানে সুদৃশ্য শেড নির্মাণ করেছেন তিনি। দাফন কার্য সম্পাদনে এসে মানুষ যে চরম ভোগান্তির শিকার হতো তা থেকে মুক্তি পেয়েছে এ ওয়ার্ডসহ অন্যান্য এলাকার মানুষ। ছোট কবরস্থানের শেড নির্মাণ ও বালুভরাট কার্যক্রম সম্পন্ন হলে মানুষের কষ্ট লাঘব হবে বলে মনে করেন স্থানীয়রা। শীঘ্রই এ প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানা যায়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন আব্দুল করিম বাবু। তিনি এ পদে জয়লাভের পর গত প্রায় তিন বছরে ওয়ার্ড ও ওয়ার্ডবাসীর উন্নয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই নিজ্ব অর্থায়নে ওয়ার্ডবাসীর প্রধান সমস্যা বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় ওয়ার্ডে প্রায় ১৫টি মটর ও ৬০টি পানির ট্যাঙ্ক স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। একজন জনপ্রতিনিধি চাইলে সমস্যা সমাধানের মাধ্যমে এলাকাবাসীর উন্নয়ন করে এলাকাবাসীর মুখে হাসি ফুটাতে পারে, তা-ই মূলত প্রমাণ করে দিচ্ছেন আব্দুল করিম বাবু। এ সময় পর্যন্ত ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম এবং অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।
ওয়ার্ডের পাইকপাড়া এলাকার ছোট ও বড় কবরস্থানে বালু ভরাট, শেড নির্মাণ ও বিশুদ্ধ পানির সমস্যা সমাধানের বিষয়ে এলাকাবাসী জানান, জনপ্রতিনিধিদের কাজের আন্তরিকতা থাকলে এলাকা উন্নত হতে সময় লাগেনা। তাছাড়া যে কোন জনপ্রতিনিধি আন্তরিকতা নিয়ে কাজ করলে কোন কিছু থেমে থাকেনা। এর বাস্তব উদাহরণ দেখিয়ে দিচ্ছেন আব্দুল করিম বাবু। তাঁর নিজ এলাকার সর্বত্র মাঠ-ঘাট থেকে শুরু করে দরিদ্র জনগোষ্টির উন্নয়নের জন্য নিজ্ব অর্থায়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা আন্তরিকতার সাথে কাজ করলে কোন এলাকা অবহেলিত থাকবেনা। সাধারণ মানুষের চাওয়াই হল এলাকার সমস্যা দুর করা ও এলাকার উন্নয়ন। এদিকে একটু নজর দিলেই সবার মন জয় করা সম্ভব। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধান করা হবে। ওয়ার্ডের জলাবদ্ধতাসহ সকল উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এলাকার উন্নয়ন প্রকল্পগুলোতে সিটি কর্পোরেশন অর্থায়ন না করলে নিজের টাকায় ওয়ার্ডের সব অসমাপ্ত কাজ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
কাউন্সিলর বাবু বলেন, ওয়ার্ডবাসীকে দূর্ভোগ দুর্দশা থেকে মুক্তি দেয়ার জন্য আমি সিটি কর্পোরেশনের আশায় বসে থাকিনা। ইতিমধ্যেই আমি নিজ অর্থায়নে বেশ কিছু উন্নয়ন কাজ করে দিয়েছি এবং ভবিষ্যতে এ ওয়ার্ডের জলাবদ্ধতা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ও ময়লা আবর্জনার সমস্যার সমাধানসহ সকল কাজ করে দিবো। তিনি আরো বলেন, আমার ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য সিটি কর্পোরেশনকে বলছি-আপনারা আমার ওয়ার্ডের জন্য একটি গাড়ীর ব্যবস্থা করে দিন। আমি সেই গাড়ির তেল খরচ থেকে শুরু করে সমস্ত খরচ বহন করবো।