আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর মহৎ উদ্যোগে সাড়া দিয়ে ভাগ্য পরিবর্তন করলেন মাদক সেবী কালু মিয়া। কাউন্সিলরের কথা মেনে বর্তমানে তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কালু মিয়াকে ব্যাটারি চালিত মিশুক (অটোরিকশা) কিনে দিয়েছেন কাউন্সিলর বাবু।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে কালু মিয়ার হাতে এই মিশুকটি হস্তান্তর করে কাউন্সিলর।
৮৫ হাজার টাকায় মিশুকটি ক্রয় করে কালু মিয়াকে আলোর পথে ফেরানোর ব্যবস্থা করলেন কাউন্সিলর বাবু এমনটাই বলছে কালু মিয়ার পরিবার।
কালু মিয়া কিছুদিন আগেও ছিলেন মাদকাসক্ত। বয়স ৪০ এর কাছাকাছি। লেখাপড়া তেমন জানেন না। স্ত্রী-সন্তান নিয়ে কোনো কোনো সময় অনাহারে দিন কাটাতে হয়েছে। দিনরাত চলে যেত মাদকের পেছনে।
তিনি বলেন, অপমান অপদস্ত, ফেরারি জীবন আর ভালো লাগছিল না। পরিবার-পরিজনসহ এলাকার সবাই ঘৃনার চোখে দেখতো। তাই মাদক সেবন ছেড়ে ও মাদক থেকে দুরে থাকতে কাউন্সিলরের দেয়া অটোরিকশা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করবে বলে জানায় কালু মিয়া। প্রতিজ্ঞা করেছেন মাদক সেবী ও ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার। মাদক নির্মূলে সহযোগিতা করবেন বলেও জানান।
এলাকাবাসীরা জানায়, মাদকসেবী কালুর পুরনো পরিচয় এখন বদলে গেছে। কারন পাইকপাড়া এলাকা তথা ১৭ নং ওয়ার্ডের গর্ব আব্দুল করিম বাবুর হাত ধরে কালু মিয়া ফিরে এসেছেন আলোর পথে।
কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। আমি চাই তারা সুস্থ জীবনে ফিরে আসুক। তারা অসুস্থ হলে তাদের পরিবারের উপর, সমাজের উপর চাপ আসে।
তিনি বলেন, আজ থেকে যাতে আর কোনো যুবক মাদকের ছোবলে না পড়ে। যারা এখনো মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত রয়েছে, তাদেরকে ভালো হওয়ার সুযোগ করে দেয়া হবে। যারা মাদক থেকে ফিরে আসতে চায় তাদের জীবিকা অর্জনের জন্য আমার পক্ষ খেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।