আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য এবং বন্দর ইউনিয়ন পরিষদের দীর্ঘ সময়ের সাবেক চেয়ারম্যান আবুলজাহের ১৫ আগস্ট শনিবার রাত ২টায় ধানমন্ডিস্থ আনােয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভােকেট মুহাম্মদ মােহসীন মিয়া। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক শোক বার্তায় মুহসীন মিয়া বলেন, মরহুমের অকাল মৃত্যুতে আমরা হারালাম একজন অভিভাবককে। আর নারায়ণগঞ্জ ও বন্দরবাসী হারাল একজন সমাজ সেবক। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলাে তা অপূরণীয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।