আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আবু জাহের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী।
শনিবার (১৫ আগষ্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় মোস্তফা হোসেন চৌধুরী বলেন, মরহুমের অকাল মৃত্যুতে আমরা হারালাম একজন অভিভাবককে। আর নারায়ণগঞ্জ ও বন্দরবাসী হারাল একজন সমাজ সেবককে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলাে তা অপূরণীয়। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, ঈদের আগে থেকেই করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবু জাহের। পরে শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাত ৩টায় এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।