আলোকিত নারায়ণগঞ্জঃ
গোগনগর চার সমাজের সাবেক সভাপতি প্রয়াত সাহাবুদ্দিন আহমেদ, মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সাবেক সভাপতি প্রয়াত এস এম সালাউদ্দিন আহমেদ ও দক্ষিণ সমাজের সালিশ প্রয়াত মঞ্জুর রহমান জমাদার এর স্মরণে স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে দক্ষিণ মসিনাবন্দ সমাজের উদ্যোগে মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মসিনাবন্দ সমাজের সমাজ প্রধান আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোগনগর চার সমাজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মদ।
দক্ষিণ মসিনাবন্দ সমাজের সহ-সমাজ প্রধান মো. মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চার সমাজের বীর মুক্তিযোদ্ধাগণ, উত্তর মসিনাবন্দ সমাজ প্রধান মুক্তিযোদ্ধা এস এম মোসলেউদ্দিন মন্ডল, শহিদনগর সমাজ প্রধান মো. আনোয়ার হোসেন দেওয়ান, ডিয়ারা সমাজ প্রধান নুরুল ইসলাম ইবনে কোব্বাত, মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক ইদি আমিন ইব্রাহীম খলিল, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দন প্রমুখ।