আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এড. কানাই সরকার এর পিতা আর নেই। শুক্রবার দুপুরে নারায়নগঞ্জের পলি ক্লিনিকে আনুমানিক ৭০ বছর বয়সে তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ঢাকার আনোয়ার মর্ডাণ হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তাঁর মৃত্যুতে নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির তরুন আইনজীবীগন গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তরুন আইনজীবীগন বলেন, এড. কানাই এর পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে স্বর্গবাসী করেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এডভোকেট শেখ মোঃ জসিম উদ্দিন, জনি চন্দ্র গোপ, ফয়সাল আহমেদ , গাজী মোকাদ্দেছ, ধনঞ্জয় গুহ জয়, আফজাল, মোঃ ফিরোজ মিয়া, ইসমাইল হোসেন বেঙ্গল,আসলাম মিয়া জিকু,মোঃ রাকিব আমান,বিশ্বজিত রায়, আজাদ, মাহাবুব রাজু, মাসুদ পারভেজ সুজন,সোনিয়া খাতুন, মোঃ ওয়াসিম, মোসাঃ রিমি,মোসাঃ জেসমিন বেগম, মোসাঃ ফালগুনী, গোলাম মোস্তফা,আল-আমিন @মশিউর, সেতু, আলামিন, আশরাফ হোসেন দোলন, মোঃ সাইদুল বাপ্পি, মোঃ হানিফ এবং শাওন সহ প্রমুখ তরুন আইনজীবীগন এই শোক প্রকাশ করেন।