আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আলোচিত করোনা যোদ্ধা, জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী। করোনার প্রকোপের শুরু থেকেই নানা কার্যক্রম ও করোনায় মৃতদের দাফন-কাফনে এগিয়ে আসেন তিনি। এখন পর্যন্ত অর্ধশতাধিক দাফনও করেছেন। সেই মোস্তফা হোসেন চৌধুরী এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে আলোকিত নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই। তিনি এসময় সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মোস্তফা হোসেন চৌধুরী জানান, ০৩ সেপ্টেম্বর নমুনা সংগ্রহ করা হলে ০৫ সেপ্টেম্বর মোবাইলের ম্যাসেজের মাধ্যমে ফলাফলে আমার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বলেন, করোনার শুরু থেকেই মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আগে কয়েকবার টেস্ট করিয়েছি কিন্তু করোনা নেগেটিভ এসেছে। তবে এবার করোনা পজিটিভ হয়েছি, সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
এদিকে মোস্তফা হোসেন চৌধুরীর করোনা পজিটিভ হওয়ার খবর শুনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়।
করোনার সময়ে আলোচিত এ মুখের কার্যক্রমের প্রশংসা ছড়িয়ে পড়ে সর্বত্র। তিনি আক্রান্ত হলেও তার টিমের সদস্যরা সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।