আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়নগঞ্জ জজ কোর্টের তরুন আইনজীবী এডভোকেট কানাই সরকার এর পিতা গত ২৮ আগষ্ট ৭০ বছর বয়সে পলি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামী বুধবার তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান হলেও সেটি পালন করা হবে শুক্রবার। সে সম্পর্কে এক বার্তায় এডভোকেট কানাই বলেন, আমার পরম শ্রদ্ধেয় বাবা বিনোদ বিহারী সরকার(সেন্টু রন্জন সরকার) গত ২৮/০৮/২০২০ইং তারিখ দিবাগত বেলা ১২.৩৮ মিনিটে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমার বাবা জীবিত থাকাবস্থায় যদি কারুর মনে কোন প্রকার দুঃখ বা আঘাত দিয়ে থাকেন তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আপনারা সকলে আমার বাবাকে ক্ষমা করে দিবেন।আমার বাবা যেন শ্রীকৃষ্ণের ভগবত ধামে যেতে পারে সে জন্য সকলে আমার বাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করবেন এটা আমার বিনীত অনুরোধ।
আমার বাবার দেহ ত্যাগ পরবর্তী শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে আগামী বুধবার ০৯/০৯/২০২০ইং তারিখে। শ্রাদ্ধ পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহন আগামী শুক্রবার দিন ১১/০৯/২০২০ইং তারিখে।আমার বাবার পরিচিতজন,শুভাকাংখী ও আত্মীয় সজন সকলকে আামি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রসাদ গ্রহন পূর্বক আমার বাবার আত্মার শান্তি কমনা করবেন যেন বাবার আত্মা শ্রীকৃষ্ণের ভগবত ধামে যেতে পারে সে জন্য আমি সকলের নিকট বিনীত অনুরোধ করছি।